Frequently Asked Questions
আপনাদের কাজের প্রসেস কি?
সার্ভিস সেবার জন্য ছেলে/ মেয়ের Biodata এবং ছবি নেয়া হয় এরপর আপনাদের Requirements অনুযায়ী Biodata এবং ছবি WhatsApp বা Mail প্রদান করা হয়ে থাকে । এভাবে উভয় পক্ষের কাছেই Biodata এবং ছবি WhatsApp বা Mail প্রদান করা হয়ে থাকে । উভয় পক্ষেরই পছন্দ হলে তাদের মধ্যে Meeting arrange বা Contact Number exchange করে দেয়া হয় । এভাবে দেখাশোনা ও কথাবার্তার মাধ্যমে যদি উভয় পক্ষই বিবাহের বিষয়ে সহমত প্রকাশ করে তাহলে তাদের মধ্যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে থাকে ।
আপনাদের কাছে কি কি ধরনের সিভি আছে ?
আমাদের প্রতিষ্ঠান যেহেতু নির্দিষ্ট কোন শ্রেণি বা পেশার মানুষের জন্য নয় তাই সব ধরনের C.V নিয়ে আমরা কাজ করে থাকি ।
আপনারা কীভাবে সার্ভিস দিয়ে থাকেন ?
স্যার / ম্যাম আমাদের সার্ভিসের প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা পাত্র / পাত্রীর বায়োডাটা ও ছবি জমা নেই, তারপর আপনার চাহিদা অনুযায়ী আমাদের কিছু Formalities আছে সেগুলো Maintains করতে হয়। সার্ভিসটি চালু করার প্রথম দিন থেকে আমদের একজন সার্ভিস টিমের প্রতিনিধি ক্লাইন্টের দায়িত্ব নিয়ে থাকেন ।আপনাদের Requirement অনুযায়ী বায়োডাটা আদান-প্রদান থেকে শুরু করে বিবাহ কার্য সম্পন্ন অব্দি যাবতীয় সকল কাজ “Marriage-BD.Com” এর সার্ভিস টিম করে থাকে।
আপনাদের অফিস কোথায় ?
আমাদের অফিস এড্রেস: R S A Bhaban House # 26, Road # 03, Block # C, Banasree, Rampura, Dhaka -1219.
আমাদের মোবাইল নম্বর: +8801708880442
আপনাদের প্রতিষ্ঠানের কর্ণধার এর নাম কি ?
“ Marriage-BD.Com” বিশ্বস্ততার সহিত আপনাদেরকে মানোন্নত সেবা প্রদান করে যাচ্ছে । আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার একজন মানবিক উদ্দোক্তা।
বাবুল হাসান
বি, এস, এস (অনার্স),
এম, এস, এস (অর্থনীতি)
ম্যানেজিং ডিরেক্টর
০১৭০৮-৮৮০-৪৪২
আপনারা কি বিয়ের বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকেন ?
আমরা প্রত্যেকেই জানি জন্ম, বিবাহ এবং মৃত্যু এই ৩ টি বিষয় সৃষ্টিকর্তার উপর নির্ভর করে । আমাদের কাজ হলো বিয়ের লক্ষ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
আপনাদের প্রতিষ্ঠান কতটুকু বিশ্বস্ত ?
আমরা মূলত কাজের মাধ্যমে বিশ্বস্ততার পরিচয় দিয়ে থাকি । আমাদের কাজের উদ্দেশ্যই হলো বিবাহ সম্পন্ন করা এবং বিবাহের মাধ্যমে Reference সংগ্রহ করা। মানোন্নত সার্ভিস সেবার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান আপনাদের আস্থা অর্জন করে যাচ্ছে ।
আপনারা কীভাবে ক্লায়েন্টদের Privacy Maintain করেন ?
আমরা প্রতিটা কাজের ক্ষেত্রে শতভাগ Privacy Maintain করে থাকি । আমরা সোশ্যাল মিডিয়া বা অন্য কোন প্লাটফর্মে ডিজিটালি C.V উন্মুক্ত করে রাখি না। আমরা শুধুমাত্র এনলিস্টেড ক্লাইন্টদের অনুমতি সাপেক্ষেই C.V আদান প্রদান করে থাকি ।